কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সমর্থন দিতে রাস্তায় নামলো দেশের শিল্পীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছেন তারা।
বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ-এর ব্যানারে রাস্তায় নামেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা।
সকাল থেকে বৃষ্টি থাকলেও নির্ধারিত সময়েই জড়ো হন শিল্পীরা। এসময় বৃষ্টি উপেক্ষা করে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে ছাত্রদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।
ছাত্রদের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় এসময় নিন্দা জানান সমবেত শিল্পী সমাজ।
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেই বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারকা শিল্পীরা। ‘সব হত্যাকাণ্ডের বিচার কর’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানি বন্ধ কর’- স্লোগানে মুখরিত হয় ফার্মগেট অঞ্চল।
দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা মিলিয়ে মূলত দৃশ্যমান শিল্পী সমাজ। এতে উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী মিথিলা, আজমেরী হক বাঁধন, নির্মাতা আদনান আল রাজীব, অভিনেতা সিয়াম আহমেদ, সৈয়দ আহমেদ শাওকী, ইরেশ জাকের, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে।









