রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচনকে সামনে রেখে মাস দুয়েক ধরে সর্বত্র আলোচনা। অন্য যে কোনোবারের চেয়ে এবারের নির্বাচনে শোবিজ অঙ্গনের প্রার্থীদের অংশ গ্রহণ চোখে পড়ার মতো। পাক্কা রাজনীতিবীদদের মতো তারাও সংসদ সদস্য হওয়ার দৌড়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন।
ভোটযুদ্ধের আগে জনমনে প্রচারণাতেও বেশ সাড়া ফেলেছেন তারা। এবার চূড়ান্ত পরীক্ষা, রবিবার সারাদিন ভোট গ্রহণের পরেই জানা যাবে; সত্যিকার অর্থে কারা জনগণের হৃদয় স্পর্শ করতে পেরেছেন!
দেখে নিন, সংসদ সদস্য হওয়ার দৌড়ে শোবিজ অঙ্গনের তারকা মুখগুলোকে-
আসাদুজ্জামান নূর
দেশের কিংবদন্তী অভিনেতা আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র সহ সংস্কৃতির সব শাখায় আলো ফেলা এই গুণীজন রাজনীতির মাঠেও বেশ অভিজ্ঞ। আওয়ামী লীগ থেকে টানা ৫ম বারের মতো জাতীয় নির্বাচনে লড়াইয়ের টিকেট পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এগিয়ে তিনি। এরআগে ৪ বারই তিনি জয়লাভ করেন।
মমতাজ
তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে আবারও টিকিট পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আওয়ামী লীগের হয়ে তিনি এবারও মানিকগঞ্জ-২ থেকে নির্বাচন করছেন। এবারের প্রচারণাতেও বেশ সাড়া ফেলেছেন এই শিল্পী ও নেত্রী। এর আগে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম।
ফেরদৌস আহমেদ
প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। নূর ও মমতাজের মতো এই নায়কও নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি প্রতিযোগিতা করছেন ঢাকা-১০ আসনে। ভোটযুদ্ধের মাঠে নতুন হলেও প্রচার প্রচারণায় বেশ দক্ষতার ছাপ রেখেছেন ফেরদৌস।
মাহিয়া মাহি
তারকাদের মধ্যে প্রচার প্রচারণায় সবচেয়ে সাড়া ফেলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বতন্ত্র থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এই নায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে। যদিও শুরুতে নৌকার মনোনয়ন চেয়েছিলেন, না পেয়ে স্বতন্ত্র থেকেই নির্বাচনে অংশ নেন। মাহি তার জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী।
ডলি সায়ন্তনী
ফেরদৌস ও মাহিয়া মাহিদের মতো প্রথমবার রাজনীতির মাঠে এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন তিনি। এ দলের হয়ে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে নির্বাচন করছেন। মাহির মতো ভোট চাইতে তাকেও মানুষের বাড়ি বাড়ি যেতে দেখা গেছে।
নকুল কুমার বিশ্বাস
ভিন্নধর্মী প্রচারণা দিয়ে ভোটের মাঠে সাড়া ফেলেছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি নির্বাচন করছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে। কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে তাকেও মানুষের দ্বারে দ্বারে ছুটে যেতে দেখা গেছে।
হিরো আলম
জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার দলীয় প্রার্থী হয়ে অংশগ্রহণ করছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন (হিরো আলম)। এবার তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী। এরআগে সাধারণ ও উপ-নির্বাচনে একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান আলম।







