পাকিস্তানে চলমান চ্যাম্পিয়ন্স কাপে স্ট্যালিয়নস দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। প্রায় ২০ বছর ধরে টি-টুয়েন্টি খেলতে থাকা অভিজ্ঞ এ ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। অভিযোগটি তুলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী।
১৯৯৩-৯৬ পর্যন্ত পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলা বাসিত আলী শোয়েব মালিকের আগের ম্যাচ পাতানোর অভিযোগ সম্পর্কে বলেন, ‘যে খেলোয়াড় দেশের কথা ভাবে না, তাকে একটা দলের মেন্টর করা ঠিক হয়নি। যে আগে স্বীকার করেছিল পূর্বে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছিল তাকে মেন্টর বানানো ঠিক হয়নি। যদি আপনারা প্রমাণ চান, সেটা আমি আপনাদের সরবরাহ করব।’
‘বাবর আজমের জন্য আমার আফসোস হয়েছে। সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে বাবরকে অধিনায়ক বানাননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’
এর আগে বাসিত আলীর বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তার ক্যারিয়ারকে দীর্ঘ হতে দেয়নি।
পাকিস্তানে পাঁচ দল নিয়ে চ্যাম্পিয়ন্স কাপ অনুষ্ঠিত হচ্ছে। এসব দলের মেন্টর হিসেবে কাজ করছেন সাকলাইন মুসতাক, ওয়াকার ইউনিস, শোয়েব মালিক, মিসবাহ উল হক এবং সরফরাজ আহমেদ।









