পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস- রানিং অ্যাগেইন্সট দ্য অডস’ নামে নিজের বায়োপিক মুক্তির কথা জানিয়েছেন। ৪৬ বর্ষী তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানান ২৪ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও পোস্ট করে।
ভিডিওর শিরোনামে শোয়েব লিখেছেন, ‘সুন্দর যাত্রার সূচনা। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস- রানিং অ্যাগেইন্সট দ্য অডস’। আপনি এমন একটি রাইডের অপেক্ষায় আছেন যাতে আপনি আগে কখনো চড়েননি। পাকিস্তানি ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি। আপনাদের বিতর্কিত, শোয়েব আখতার।’
শোয়েব মাঠে অনেক সাফল্য পেলেও প্রচুর বিতর্কেও জড়িয়েছেন। বায়োপিকে তার চরিত্রটি কীরূপে ফুটে উঠবে সেটাই মূল আকর্ষণ থাকছে। বায়োপিকটি পরিচালনা করেছেন মুহাম্মদ ফারাজ কায়সার। ২০২৩ সালের ১৬ নভেম্বর মুক্তি পাবে।
সাউথ আফ্রিকায় ২০০৩ বিশ্বকাপে শোয়েব ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিমি. গতিতে একটি ডেলিভারি করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই দ্রুততম বল ডেলিভারির রেকর্ড, যা আজও টিকে আছে।
শোয়েব সবশেষ ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন। ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ছিল। অনেক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও একের পর এক ইনজুরি এবং ফিটনেস সমস্যায় ক্যারিয়ার লম্বা করতে পারেননি।
১৪ বছরের ক্যারিয়ারে ৪৬ টেস্টে ১৭৮ উইকেট শোয়েবের। ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টুয়েন্টি খেলে যথাক্রমে নিয়েছেন ২৪৭ ও ১৯ উইকেট।








