টি-টুয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের আগে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও হার দেখেছে। শেষ পর্যন্ত দুই জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করলেও সুপার এইটে উঠতে পারেনি দলটি। সেটি নিয়ে বড় তোপ দেগেছেন সাবেক পেসার শোয়েব আখতার।
পাকিস্তানের সংবাদমাধ্যমে শোয়েব আখতার বলেছেন, ‘প্রথমে বাবর আজমকে অধিনায়ক বানিয়েছিল? কে সেই আইনস্টাইন? কে সেটা আমি তার সম্পর্কে জানতে চাই। সে কি সেই কাজের যোগ্য ছিল? অধিনায়কের দায়িত্ব সম্পর্কে কি তার জানা আছে? আমরা অনেক দিন থেকে বলছি বাবর অধিনায়ক হওয়ার মত খেলোয়াড় না।’
‘বাবরের এখন কি হচ্ছে? এখন তাকে চারে ব্যাট করতে হচ্ছে। তাকে খেলা শেষ করতে হচ্ছে। তাকে খেলায় জিততে হবে, যদি না পারে টি-টুয়েন্টিতে তাকে জায়গা হারাতে হবে। আমি আপনাকে বলছি সে এমন না করতে পারলে ওয়ানডেতেও জায়গা হারাবে। সেই ফিনিশার বাবর শেষ হয়ে গেছে।’
বাবরের প্রতিভা নিয়ে বলেন, ‘আমি তাকে একবার কি দুইবার খেলতে দেখে হেড কোচকে বলেছিলাম, তুমি তাকে অধিনায়ক বানাবে, কারণ সে সত্যিই ওয়ার্ল্ড ক্লাস। সে ব্যতিক্রমী এবং এমন বহুমুখী প্রতিভার আমি দেখিনি। সে সব জায়গায় খেলতে পারে।’









