এশিয়া কাপে উড়ছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ব্যাট হাতে পাঁচ ম্যাচে তুলেছেন ২৪৮ রান। লম্বা সময় পর ভারত-পাকিস্তান মহারণ গড়াবে আসরের ফাইনালে। তবে, অভিষেককে নিয়ে চিন্তার ভাঁজ দেখিয়েছেন পাকিস্তান সাবেক পেসার শোয়েব আখতার। বলেছেন, অভিষেক বচ্চনকে দ্রুত আউট করে পেতে হবে পরিত্রাণ।
মজার ছলে অভিষেক শর্মাকে নিয়ে বলতে গিয়ে বচ্চনকে ইঙ্গিত করায় তা নিয়ে হাস্য-রসাত্মক হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
চ্যাট শোতে শোয়েব বলেছেন, ‘যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে দ্রুত আউট করে তাহলে তাদের মিডল অর্ডার কী করবে? তাদের মিডল অর্ডার পারফর্ম করবে না।’
শোতে অভিষেক বচ্চনের নাম শোয়েব টেনে আনেন ভূলবশত। যদিও ভিডিওটি ছড়িয়ে পরে অল্প সময়ের ব্যবধানে।
শোয়েব আখতারের এমন মন্তব্যের পর বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি জানান, ‘স্যার সম্মান রেখেই বলছি, তারা তাও পারবে না। আমি যেখানে ক্রিকেট খেলতেই পারি না।’









