পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে এসেছে এমভি পাভোব্রেভ নামের একটি জাহাজ। পানামার পতাকাবাহী জাহাজটি ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। এটি তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ।
শনিবার ১ জুলাই মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।
জাহাজটি ইনার এ্যাংকোরেজে পৌঁছানোর পর পরই লাইটারেজ জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। আরও অন্তত সাতটি জাহাজে কয়লা আসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা নামের আরও একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট উৎপাদনে যায়। গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।
অমদানীকৃত কয়লা আসতে শুরু করায় একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ কর্তৃপক্ষের। তবে বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের আরএকটি ইউনিট চালু করার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।







