কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে সবার কাছে পরিচিতি পেয়েছেন শিমুল শর্মা। এই সিরিয়ালে শিমুলকে দেখা যায় কাবিলার নোয়াখালীর ক্রাইম পার্টনার ও এলাকার ছোট ভাইয়ের চরিত্রে!
নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ে সুযোগ পেয়েছিলেন শিমুল। অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে ‘সিজন ৫’ প্রচার হচ্ছে, এরই মধ্যে গুঞ্জন উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগামী পর্বগুলোতে হয়তো শিমুলকে দেখা নাও যেতে পারে!
কদিন আগে ‘ব্যাচেলর পয়েন্ট’র সংবাদ সম্মেলনে অন্যান্য শিল্পীরা থাকলেও ছিলেন না শিমুল, এমনকি সম্প্রতি প্রকাশিত পোস্টারগুলোতেও তিনি নেই! ‘সিজন ৫’ ইতোমধ্যে এপিসোড প্রচার হয়েছে, যারা দেখেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, শিমুলকে বাদ দেয়া হচ্ছে!
সত্যিই কি শিমুল বাদ পড়ছেন? এ বিষয়ে অভিনেতা নিজেই চ্যানেল আই অনলাইনকে বললেন,“গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। যেহেতু কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ এ কারণে গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী যেতে হচ্ছে! আগামীতে আবার প্রয়োজন হলে আমি ‘ব্যাচেলর পয়েন্ট’ এ আসবো।”
তিনি বলেন,“আমি নিজেকে অমি ভাইয়ের টিমের বাইরে কেউ মনে করি না। ব্যক্তিগতভাবে এখন আমি নিজেকে সময় দিচ্ছি। যেহেতু আমি অভিনেতার আগে নির্মাতা হতে চেয়েছি, এই প্ল্যান নিয়ে আগাচ্ছি। কয়েক জায়গায় কথা হয়েছে। এরমধ্যে অন্য একটি কনটেন্টে অভিনয় করেছি। পোস্ট প্রডাকশন চলছে। কিছুদিনের মধ্যে এই কনটেন্টটি বঙ্গ-তে রিলিজ হবে।”
শিমুলের না থাকা নিয়ে নির্মাতা অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, “গত আটবছর ‘ব্যাচেলর পয়েন্ট’ তার নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে গল্প এগিয়ে চলছে। এখানে অনেকে আসবে আবার যাবে, অনেক নতুন চরিত্র তৈরি হবে এটাই স্বাভাবিক। সম্পূর্ণটা নির্ভর করে গল্পের উপর। এখানে কাউকে জোর করে সরিয়ে দেয়া বা যোগ করার সুযোগ নাই। গল্প প্রয়োজন মনে করলে এখানে যে কেউ ফ্রন্টলাইনে চলে আসে।”
আট বছর আগে ছোট পরিসরে শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রচারের পর এই সিরিয়ালটি তুমুলভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এ কারণে প্রতিটি সিজনই নির্মাতা অমি চ্যালেঞ্জ নিয়ে সাফল্য পেয়েছেন। বর্তমানে বঙ্গ অ্যাপ, বুম ফিল্মস এবং চ্যানেল আই তিন মাধ্যমেই সিরিয়ালটি প্রচার হচ্ছে।
নতুন সিজন নিয়ে শুরুতে অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানালেও ধীরে ধীরে এপিসোডগুলো জমে উঠছে। ইতোমধ্যে দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ফিরে এসেছে নেহাল চরিত্র, যেখানে অভিনয় করছেন তৌসিফ মাহববু।
নির্মাতা অমি বলেন, “যখন কোনো সিজন শুরু করি নির্দিষ্ট আপ কিংবা ডাউন এমন গ্রাফ থাকে। গল্প, চিত্রনাট্য সবকিছু আমি নিজেই ডিজাইন করি। সেখানে কোনো এপিসোডে মজা একটু কম থাকে, আবার কোনো এপিসোডে সুপার মজা থাকে। কারণ, একই রকম কোনো কিছুই ভালো লাগে না। দেখুন, মানুষের জীবনে পরিবর্তন আসল সত্য। পাঁচ বছর আগে কাবিলা, পাশা কেমন ছিল? পরিবর্তনের কারণে তাদের সবকিছু বদলে গেছে। সামনের এপিসোডগুলোতে দর্শক বলতে পারে, কখনও এতো বাজে কিছু দেখে পাইনি। আবার দুই এপিসোড পরেই হয়তো বলবে, এমন দারুণ এপিসোড আর হয়নি!”









