পর্নো ভিডিও তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে বছর দুই আগে মামলায় নাম জড়ায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার। শুধু তাই নয় এই মামলায় হাজতবাসও করতে হয় তাকে। যদিও পরে জামিনে মুক্তি পান তিনি।
তবে জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় নাকি ভোলেননি শিল্পার স্বামী। সেই কারণেই এবার রাজের জীবনের সেই কঠিন অধ্যায় সিনেমার পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন তিনি নিজেই, মাস কয়েক আগে এমন খবরই প্রকাশ্যে এসেছিল। স্বামীর সেই অন্ধকার অধ্যায় পর্দায় উঠে আসা নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন শিল্পা।
সাক্ষাৎকারে শিল্পাকে রাজের এই বায়োপিক সংক্রান্ত পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে বেশ অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। তবে প্রশ্ন এড়িয়ে যাননি তিনি। শিল্পা উত্তর দেন, ‘‘এই বিষয়ে আমি কোন কিছু বলার মতো জায়গায় নেই।’’
এদিকে শোনা যাচ্ছে, নিজের এই বায়োপিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই। যার মধ্য দিয়েই বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শিল্পার স্বামী।
২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। যার কারণে দীর্ঘ ৬৩ দিন হাজতেও কাটাতে হয়েছিল তাকে। সেই ৬৩ দিনকেই বায়োপিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এদিকে রাজের এই বায়োপিক কে পরিচালনা করবেন, তা এখনও জানা যায়নি।
তবে শোনা যাচ্ছে, সৃজনশীল দিক থেকে ছবির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত থাকবেন রাজ নিজেই। অভিনয় তো করবেনই, পাশাপাশি প্রোডাকশনের কাজের দিকে মন দেবেন শিল্পার স্বামী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








