বন্ধ হয়ে যাচ্ছে শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরই ভাইরাল হয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই বিভিন্ন রকম জল্পনা কল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করেন, আর্থিক জালিয়াতির পরেই হয়তো বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সমাজমাধ্যমে পোস্ট করে শিল্পা লিখেছিলেন, এই বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি ঘটতে চলেছে। আমরা বিদায় জানাতে চলেছি ‘বাস্টিয়ান’ বান্দ্রাকে। অসংখ্য স্মৃতি এবং অনেক মুহূর্ত জড়িয়ে রয়েছে এই রেস্তোরাঁর সঙ্গে।
শিল্পার এই পোস্ট ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি ভিডিও পোস্ট করেন শিল্পা শেঠি। ভিডিওর প্রথমেই দেখতে পাওয়া যায়, বারবার ফোন আসায় বিরক্ত শিল্পা। তারপরেই তিনি বলেন, ‘কাল থেকে প্রায় কয়েক হাজার ফোন এসেছে। তবে এর থেকেই প্রমাণ হয়ে যায়, আমার রেস্তোরাঁকে কত মানুষ ভালোবাসে।’
এরপরই আসল কথায় আসেন অভিনেত্রী। তিনি বলেন, আমাদের রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু তার বদলে নতুন রেস্তোরাঁ শুরু হতে চলেছে। নতুন রেস্তোরাঁর নাম হতে চলেছে ‘আম্মাকাই’। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে এই নতুন রেস্তোরাঁ খুলবে বলে জানিয়েছেন অভিনেত্রী।
আম্মাকাই রেস্তোরাঁয় পাওয়া যাবে ব্যাঙ্গালোরের অথেনটিক দক্ষিণী খাবার। এছাড়াও জুহুতে শুরু হতে চলেছে বাস্টিয়ান বিচ ক্লাব। এর অর্থ হল, একটি গল্পের শেষে শুরু হতে চলেছে নতুন দুটি উপন্যাস। নতুন ইনিংস শুরু করার কথা ঘোষণা করে ভীষণ খুশি অভিনেত্রী।
কিছুদিন আগেই এক ব্যবসায়ী রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠির বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছিলেন। যদিও গোটা ব্যাপারটি সাজানো বলে দাবি করেছিলেন এই তারকা জুটি। – ইন্ডিয়ান এক্সপ্রেস









