যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। এবারও হচ্ছে না ব্যতিক্রম। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের চতুর্থ দিন থাকছে সাইমন-শিলা অভিনীত ‘শেষ বাজি’।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের চতুর্থ দিন (বৃহস্পতিবার) সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।
মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’-তে সাইমন সাদিক ও শিরিন শিলা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে।
মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘শেষ বাজি’র কাহিনী। চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।









