ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন চীনের শেং লি হাও। ফাইনালেও প্রথম হয়েছেন। সোনার পদক নিজের করে নিয়েছেন। ২৫২.২ স্কোর করে অলিম্পিক রেকর্ড গড়েছেন।
প্যারিস অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণের আগেও সোনার পদক জিতেছেন শেং লি হাও। ১০ মিটার এয়ার রাইফেলে মিশ্র ইভেন্টে হুয়াং ইউটিংর সাথে মিলে স্বর্ণপদক জিতেছেন। ২০২২ টোকিও অলিম্পিকে রৌপ্য ছিল তার দখলে।
১০ মিটার এয়ার রাইফেলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন অলিম্পিক অভিষেকে রৌপ্য জিতেছেন। তার স্কোর ২৫১.৪।
ক্রোয়েশিয়ার মিরান মারিসিচ তৃতীয় হয়েছেন। ব্রোঞ্জ পদক জেতার পথে ২৩০ স্কোর করেছেন।









