সময়ের আলোচিত শিল্পী শেখ সাদী এবার দ্বৈত কণ্ঠে গাইলেন নাজমুন মুনির ন্যানসির সঙ্গে। তাদের গাওয়া প্রথম গানটি হচ্ছে ‘দুষ্টু মন’। ইউটিউবে প্রকাশের পর ফিল্মি ধাঁচের রোম্যান্টিক এ গানটি আগ্রহ নিয়ে উপভোগ করছেন দর্শকরা।
এই প্রতিবেদক লেখার আগ পর্যন্ত ইউটিউবে মিউজিক ট্রেন্ডিংয়ে ২৮-এ উঠে এসেছে ‘দুষ্টু মন’। গানটিতে অন্য রকম সৌন্দর্য্য এনেছে এর মিউজিক ভিডিও। যেখানে মডেল হয়েছেন সাদী নিজেই, সঙ্গে রয়েছেন প্রিয়াংকা। ‘দুষ্টু মন’ প্রকাশ পেয়েছে শেখ সাদীর নিজস্ব ইউটিউবে।
গানটি লিখেছেন শিল্পী সাদী নিজেই, সুর-সংগীত করেছেন তানভীর আহমেদ, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অমিত নাথ।
গানটি প্রকাশের পর রাফসান মাহমুদ নামে একজন মন্তব্য করেছেন, শেখ সাদী অল-রাউন্ডার। নিজে লিখে গান করে, আবার মডেল হয়। প্রিন্স নামে একজন লিখেছেন, শেখ সাদী ও ন্যান্সির রোম্যান্টিক এই গান দারুণ লাগলো। সাজিদ লিখেছেন, অনেকদিন পর ন্যানসির সুপার গান শুনলাম।
শেখ সাদী নিজেকে ক্ষুদ্র শিল্পী মনে করেন। সেই হিসেবে ন্যানসির মতো জনপ্রিয় শিল্পীর সঙ্গে গান করতে পারা তার ক্যারিয়ারের প্রাপ্তি বলে মনে করেন। তিনি বলেন, আমার ক্যারিয়ারের এটা বড় অর্জন যে, ন্যানসির আপুর সঙ্গে নিজের লেখা গানে কাজ করতে পারাটা ছিল স্বপ্নের মতো।
‘গান রিলিজের পর দর্শকরা পছন্দ করেছেন। এতে অনুপ্রাণিত হচ্ছি। আশা করছি, আগামীতে এমন আরও ভালো ভালো গান উপহার দেব।’ বলেন সাদী।
‘ললনা’ গান দিয়ে সবার কাছে পরিচিতি অর্জন করেন শেখ সাদী। এরপর থেকে বেশীরভাগই গান নিজে লিখেছেন, গেয়েছেন ও মডেল হয়েছেন।
এ প্রসঙ্গে শেখ সাদী বলেন, নিজের ক্রিয়েশনে নিজেই মডেল হয়ে রিপ্রেজেন্ট করি। এতে করে শান্তি কাজ করে। মাঝেমাঝে মনে হয়, অন্যকেউ থাকলে দর্শক গ্রহণ করে কিনা! তবে আমার উপস্থিতি দর্শকরা সবসময়ই গ্রহণ করেছেন। এ কারণে আমি দর্শকদের কাজে সবসময় কৃতজ্ঞ।









