Site icon চ্যানেল আই অনলাইন

কুয়েতে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মো. মোশারফ: কুয়েতের বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনের মধ্যদিয়ে কুয়েতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিবস পালন করা হয়েছে।

গত ১৮ অক্টোবর স্থানীয় সময় বিকালে অনুষ্ঠানের শুরুতে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। পরে শেখ রাসেল, বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর শেখ রাসেলের জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

২০ অক্টোবর বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্নার হল রুমে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা ইকবাল আখতার এবং প্রথম সচিব নিয়াজ মোর্শেদ।

অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বাংলাদেশী শিশু কিশোরদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version