গুম কমিশনে এখন পর্যন্ত এক হাজার ৮শ’ ৫০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎকার নিয়ে এক হাজার ৩শ’ ৫০টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সমাজের ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো এই ঘটনাগুলো ঘটিয়েছে। প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানসহ অন্যদের মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে।








