খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণায় নগরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ সময় জনসাধাণের নানারকম কথা বলতে শোনা যায়।
ডিজিটাল স্ক্রীনে দেখা যায়, সেখানে প্রচারিত হচ্ছে- ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’— বিষয়টি ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করেন।
এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হযেছে।
রেলওয়ে স্টেশনের সার্বিক দিক দেখাশোনার দায়িত্ব স্টেশন মাস্টারের। কিন্তু রাষ্ট্রীয় ও কঠোর নিরাপত্তায় পরিচালিত কম্পিউটার সেক্টর থেকে এমন প্রচারণা হয়েছে কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
খুলনা রেলওয়ে স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক কর্মকর্তা মুঠোফোনে জানান, অনেক সময় ডিজিটাল ডিভাইস হ্যাক করে দুর্বৃত্তরা এমন বেআইনি কাজ করতে পারে। এ বিষযে খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা রনির সেলফোনে একাধিকবার রিং দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা খবর পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রিনে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আসলাম হোসেনের অফিস সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মো. মামুনূল ইসলাম পিইঞ্জ জানান, এ ঘটনাটি আমাদের নজরে আসার পর ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ডিটিও (পাকশী) হাসিনা বেগম। আগামী ৩ কর্মদিবসের মধ্যে কমিটি বিপোর্ট দিলে পরবর্তিতে জড়িতদের বিরুদ্ধে অইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।









