পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের কথা আগেই জানিয়েছিল বিসিবি। এবার চুড়ান্ত করল সেটি। নতুন করে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভায় সিদ্ধান্তটি নেয়া হয়েছে।
সোমবার বোর্ড সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বলেছেন, ‘ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) করা হয়েছে।
স্টেডিয়ামের জন্য তৎকালীন বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় সেই জমিতে গড়ে তোলার কথা পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স। পূর্বাচলে মাঠের সঙ্গে একটি পাঁচতারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গতবছর আগস্টে বিসিবির সভাপতির দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার পর বলেছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তন করা হবে। তারপর বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র।
স্টেডিয়াম নির্মাণকাজ বন্ধ রেখে আপাতত সেখানে দুটি মাঠ তৈরি করার কাজ চলছে। বিসিবির আশা আগামী মৌসুম থেকেই ঘরোয়া ক্রিকেটের খেলা গড়াবে সেখানে। ইফতেখার রহমান বলেছেন, ‘২০৩১ বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি নির্মাণ করতে হবে আমাদের। তবে আপাতত মাঠ তৈরিতে জোর দিচ্ছি। দুটি মাঠ হচ্ছে সেখানে। ১৮টি পিচ থাকবে, নেট অনুশীলন থেকে শুরু করে সুযোগ-সুবিধা থাকবে। অস্থায়ী ড্রেসিংরুমও থাকবে, পরে যা সরিয়ে স্থায়ী করা হবে। আশা করি, আগামী মৌসুমে এই দুই মাঠে ঘরোয়া ক্রিকেট চালাতে পারব আমরা। আমাদের মাঠের সঙ্কটও তাতে কমবে কিছু।’
রাজনৈতিক পট পরিবর্তনের আগে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম ছিল শেখ হাসিনার পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেসকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পাল্টে ‘জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে।









