জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির তিন মামলায় দোষী সাব্যস্ত করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রায় ঘোষণা করেন।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি অবৈধভাবে বরাদ্দ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিনটি মামলায় এই রায় ঘোষণা করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলার পর এটি সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলা সংক্রান্ত রায়। আদালতের রায়ে তিনটি মামলায় মোট ২১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।









