মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল বিন আব্দুল মালিক নোমান সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং জান্নাতুল বাকি কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
শেখ ফয়সালের মৃত্যুতে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর প্রেসিডেন্সির ধর্মীয় বিষয়ক প্রধান শেখ আব্দুল রহমান আল-সুদাইস নিজের পক্ষ থেকে, গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় শিক্ষকদের এবং ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির সকল কর্মীদের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন।
শেখ আল-সুদাইস সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন তিনি মৃত ব্যক্তির উপর তার রহমত বর্ষণ করেন, তাকে জান্নাতে স্থান দান করেন এবং নবীর মসজিদে নামাজের জন্য তাঁর সেবা এবং নিষ্ঠার জন্য তাকে উত্তম পুরষ্কার দেন। তিনি আরও প্রার্থনা করেছেন যে আল্লাহ যেন তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন।
মদিনায় জন্মগ্রহণকারী শেখ ফয়সাল নোমান মদিনায় স্কুল শিক্ষা সম্পন্ন করার পর তাইবাহ বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেন। শেখ ফয়সাল মসজিদে নববীতে আযান দেওয়ার ক্ষেত্রে নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি এক সম্ভান্ত মুসলিম পরিবারের সন্তান। তার দাদা এবং পিতা উভয়েই এই সম্মানিত ভূমিকায় দায়িত্ব পালন করেন। তার পিতা শেখ আব্দুলমালিক নোমান ১৪ বছর বয়সে নববীতে আযান দেওয়া শুরু করেন এবং মৃত্যুর সময় ৯০ বছরেরও বেশি বয়স পর্যন্ত এই মহৎ ভূমিকা পালন করেন।
শেখ ফয়সালকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করা হয়েছিল ২০০১ সালে। ২০২৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ধরে আন্তরিকতার সাথে এই মহৎ কর্মজীবন পালন করেছিলেন।









