এ বছরের এপ্রিলেই সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখেন শেহনাজ গিল। এরপরে কাজ করেন রিয়া কাপুর প্রযোজিত চলচ্চিত্র ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এ। এবার এই অভিনেত্রী জানালেন রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে চান তিনি।
শেহনাজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এখন পুরোপুরি না হলেও আগের চেয়ে আরেকটু বেশি ম্যাচিউর্ড। আগে অনেক শিশু সুলভ ছিলাম। এখন সব পরিস্থিতি আরেকটু ভালো করে সামলাতে পারি।’
অভিনেত্রী বলেন, ‘আমি সব সুপারস্টারের সঙ্গে কাজ করতে চাই সামনে। তবে বিশেষ ভাবে যদি কাউকে উল্লেখ করতে হয়, তাহলে তিনি হলেন রণবীর কাপুর। তার সঙ্গে আমার দেখা হয়নি। তবে বিভিন্ন ইভেন্টে তাকে দূর থেকে দেখেছি।’
২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এর অন্যতম প্রতিযোগী ছিলেন শেহনাজ। সেই রিয়্যালিটি শোয়ের মাধ্যমেই মিডিয়ায় নিজের পরিচিতি তৈরি করেন তিনি।
সূত্র: নিউজ এইটিন







