Advertisements
অনেক দিন ধরেই দলে আসা যাওয়ার মধ্যে ছিলেন। বাজে পারফর্মেন্সের কারনে গত ইংল্যান্ড ও আয়ারল্যান্ড দলে জায়গা পাননি। মাঝেমধ্যে উইকেট পেয়েছেন, কিন্তু লাইন লেন্থে ছিলেন অনিয়মিত, রান দিতেন প্রচুর। কিন্তু আজকের শরিফুল যেন ভিন্ন কেউ। লাইন, লেন্থ, ভেরিয়েশনে এমন মুন্সিয়ানা আগে দেখিয়েছেন কখনও শরিফুল?






