সবশেষ কয়েকটি বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটে নাটকীয় কিছু না কিছু ঘটেছে। ব্যতিক্রম নয় এবারও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে ভারতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে জানিয়েছে ক্রিকেট বোর্ড। এমন ঘটনা খেলার মধ্যে প্রভাব ফেলে, মনে করছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানালেন, খেলোয়াড় সেটি বুঝতে দিতে চান না বলে অভিনয় করতে হয় তাদেরও।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে আসেন রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক শান্ত। সেখানে চলতি বিশ্বকাপ ইস্যু নিয়ে প্রতিক্রিয়া জানান শান্ত।
বলেছেন ‘আমাদের প্রতিটি বিশ্বকাপের ফলাফল দেখলে বুঝতে পারবেন, কোন আসরেই আমরা অনেক ভালো ক্রিকেট খেলিনি। গতবছর আমরা কিছুটা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু আরও ভালো খেলার সুযোগ ছিল। কিন্তু আমরা পারিনি। দেখা যায় প্রতিটি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। খেলোয়াড় হিসেবে বলতে পারি দুই-তিনটা বিশ্বকাপ খেলেছি, প্রভাব পড়ে (বাইরের ঘটনায়)।’
শান্ত জানালেন, এসব ঘটনা কোন প্রভাব ফেলে না, এমন অভিনয় করতে হয়। বলেছেন, ‘আমরা অভিনয় করি, না আমাদের কিছু হয় না, আমরা খুবই পেশাদার ক্রিকেটার। এটা আপনারাও বোঝেন যে আমরা অভিনয় করি। এটা মোটেও সহজ নয়। আমার কাছে মনে হয় খেলোয়াড়রা তবু চেষ্টা করে যায় ওটাকে কীভাবে দূরে রেখে পারফর্ম করা যায় দলের জন্য। কিন্তু এই জিনিসগুলো না হলে ভালো।’
‘এবারের ব্যাপারটা আবার একটু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা কীভাবে হয়েছে বিস্তারিত জানি না। কিন্তু যা হচ্ছে আসলে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বা পারব, কীভাবে করা যেত এই সম্পর্কে আমার ধারণা নেই। এরপরও বলব অভিনয় করে হলেও ভালো মানসিকতাটা নিয়ে বিশ্বকাপে যদি আমরা যাই, যেখানেই খেলি ওখানে চেষ্টা করা উচিত যে কীভাবে দলের হয়ে ভালো করতে পারি।’
বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতিক্রিয়ায় বাংলাদেশে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বলে জানায়। আইসিসির সঙ্গে ভেন্যু পরিবর্তন নিয়ে বোর্ডের আলোচনা চলমান। দুই দফায় বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়েছে বিসিবি। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না মেলায় বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য ধোঁয়াশায়। বাংলাদেশে আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করেছে সরকার।









