বিপিএল চলতি আসরে উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসের দেয়া ১৯১ রানের লক্ষ্য তাড়া করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখেছে নাজমুল হোসেন শান্তর দল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৩২ রানে থেমে ম্যাচ হেরেছে ৫ উইকেটে। পরাজয়ের কারণ হিসেবে ভালো ব্যাটিং না করতে পারাটাকেই দায় দিচ্ছেন রাজশাহী অধিনায়ক শান্ত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে হারের কারণ ব্যাখ্যা করেছেন।
বলেছেন, ‘যদি পুরা ম্যাচটা দেখি ব্যাটিংটা, খুব ভালো ব্যাটিং আমরা করতে পারি নাই। উইকেটটা আজকে তুলনামূলকভাবে একটু কঠিন ছিল। এখনও আমার মনে হয়, আর কিছু রান বোর্ডে করলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারতো। আমি বলবো, ব্যাটাররা সবাই চেষ্টা করেছে। ওই জায়গাটাতে যদি আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারতাম, আমার মনে হয় তাহলে ম্যাচটা আর একটু ভালো হতে পারতো।’
‘আমার মনে হয় ব্যাটিংটা আমরা আরেকটু ভালো করতে পারতাম। ব্যাটিংটা ঠিকঠাক ছিল না। তবে আমাদের যে ব্যাটিং ইউনিট আছে আমার পুরোপুরি বিশ্বাস, এই ব্যাটিং ইউনিটটা ঘুরে দাঁড়াবে এবং আমরা খুব ভালোভাবেই বোর্ডে রান রাখতে পারব। যেটা দিয়ে আমার বোলাররা ওইটা ডিফেন্ড করতে পারবে বা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে।’
সিলেটে ম্যাচের আগে হার্টঅ্যাটাক করে মারা যান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। পরে শান্তরা যখন ব্যাটিং করছিলেন, জাকির মৃত্যুর সংবাদ পান। জাকির মৃত্যুতে প্রভাব পড়েছিল রাজশাহীর ব্যাটিংয়েও।
শান্ত বললেন, ‘দেখেন এটা তো খুবই হৃদয় ভাঙার মত একটা সংবাদ ছিল, সবাই শকড হইছে। সবাই চুপচাপ ছিল মন খারাপ ছিল। এটা তো আসলে আমাদের হাতেও নাই। এই মন খারাপটা নিয়েই সবাই ক্রিকেট খেলেছে। তবে আমি আসলে এটা মাথায় নিয়ে ক্রিকেট খেলেছি তা বলতে চাই না। কারণ প্রফেশনাল ক্রিকেট ওই জায়গাটাতে আমাদের ওই প্রফেশনালিজমটা মেইনটেইন করাটাও জরুরি ছিল। কিন্তু আজকের দিনটা কঠিন ছিল এতটুকু আমি বলতে পারি প্রত্যেকটা ক্রিকেটারের জন্য আজকের দিনটা কঠিন ছিল।’









