২০২৩ সালের এই জুনেই মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুবছর পর গলে শ্রীলঙ্কার বিপক্ষে সেই স্মৃতির পূনরাবৃত্তি করলেন বাংলাদেশ অধিনায়ক। দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন টাইগার তারকা।
গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও অনবদ্য টাইগার অধিনায়ক। ৯ চার ও ৩ ছক্কায় ১৯৯ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ২০২৩ সালে প্রথমবার যখন শান্ত জোড়া সেঞ্চুরি করেছিলেন তখন প্রথম ইনিংসে ১৪৬ এবং দ্বিতীয় ইনিংসে করেন ১২৪ রান।
টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার শান্ত। বিদেশের মাঠে অধিনায়ক হিসেবে অষ্টম। শ্রীলঙ্কার মাটিতে প্রথম। অধিনায়ক হিসেবে প্রথম কীর্তিটির মালিক সাউথ আফ্রিকার অ্যালান মেলভিল। ১৯৪৭ সালে নটিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন তিনি। শান্তর আগে সবশেষ টেস্ট অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি দেখা গিয়েছিল ২০২৪ সালের মার্চে সিলেটে। বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বার টেস্টে জোড়া সেঞ্চুরির মালিক শান্ত। অবশ্য মুমিনুল হক ২০১৮ সালে প্রথম বাংলাদেশি হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। চট্টগ্রামে এই লঙ্কানদের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন তিনি। এ নিয়ে তৃতীয়বার জোড়া সেঞ্চুরি দেখল বাংলাদেশ।
শান্তর অনন্য কীর্তি গড়ার দিনে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৪৯৫ রানে বাংলাদেশের প্রথম ইনিংস থামার পর লঙ্কানরা অলআউট হয় ৪৮৫ রানে। ১০ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।









