ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে নাম ছিল নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। গ্রোয়েন চোটের কারণে বাদ পড়েছেন তিনি। পরিবর্তে জায়গা পেলেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু। মঙ্গলবার শান্তর বদলির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২২ বর্ষী শাহাদাত চট্টগ্রাম ডিভিশনের ক্রিকেটার। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে তার। চার ইনিংসে রান করেছেন ১১৮।
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজের পথে মঙ্গলবার রওনা হয়েছেন ১০ ক্রিকেটার। লন্ডন হয়ে লিটন-মুমিনুল-তাইজুলরা পৌঁছাবেন ক্যারিবিয়ানে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে যারা ছিলেন তারা যোগ দেবেন দুবাই থেকে।
উইন্ডিজে বাংলাদেশ এবার খেলবে তিন সংস্করণের সিরিজ। ২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু, ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করবে বাংলাদেশ।
সিরিজের আগে ১৫ নভেম্বর থেকে একটা চারদিনের প্রস্তুতি ম্যাচও আছে। ডিসেম্বরে ওয়ানডে সিরিজ পুরোটা হবে সেন্ট কিটসে, টুয়েন্টি সিরিজ হবে সেন্ট ভিনসেন্টে।









