গত জুনে শ্রীলঙ্কায় সফরে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টিম টাইগার্স। তার আগে নতুন অধিনায়ক বেছে নিতে হতো বোর্ডকে। তবে আবারও টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত।
শনিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত টেস্টে নেতৃত্ব দেবেন তিনি।
২০২৩ সালে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পান ২৭ বর্ষী শান্ত। এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
নেতৃত্বে ফেরার বিষয়টিকে বাংলাদেশের লাল বলের ক্রিকেটের প্রতি শান্ত’র দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেছেন, শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটের প্রতি গভীর বোধগম্যতা দেখিয়েছেন। তার নেতৃত্বে আমরা দলের উপর বিশ্বাস রেখেছি। বোর্ড মনে করে যে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের এই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালোভাবে সাহায্য করবে।’
নেতৃত্বে ফিরে বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শান্ত। বলেছেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমার প্রতি তারা যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য বোর্ডের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।’
‘টেস্ট ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমার উপর অর্পিত দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করব। এত প্রতিভা এবং সম্ভাবনাময় একটি দলকে নেতৃত্ব দেওয়া আনন্দের। আমি বিশ্বাস করি, আমাদের সামনে একটি দারুণ এবং ভালো মৌসুম অপেক্ষা করছে। আমরা এই মাসের শেষের দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সময়ের সূচনা করবে।’









