প্রথমবার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মাঠে নেমে ওপেনারদের আসা-যাওয়ার মিছিলের মাঝে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি তারকা। তার ক্যাপ্টেন্স নক ফিফটিতে শুরুতে দ্রুত উইকেট হারিয়েও লড়াই করছে বাংলাদেশ।
ফিফটির পথে এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৫৫ বল। ইনিংসে চারের মার ৩টি। ১৯.৫ ওভারে ডানহাতি স্পিনার ম্যাককোনির বলে ডিপ কাভার উইকেটে বল ঠেলে ফিফটির দেখা পান ২৫ বর্ষী ব্যাটার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৮ রান। শান্ত ৬২ বলে ৫৬ এবং মাহমুদউল্লাহ ২০ বলে ১১ রানে ব্যাট করছেন।







