বিশ্বকাপ ঘিরে প্রত্যাশার চর্চা সব দেশেই থাকে। বাংলাদেশ দলকে ঘিরে থাকা প্রত্যাশা প্রতি আসরেই অনেক উঁচুতে থাকে। কিন্তু বাস্তবতার সঙ্গে কতটা পার্থক্য সেটি স্পষ্ট করে মাঠের পারফরম্যান্স। আসছে জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপ আসর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এবার বড় প্রত্যাশা রাখতে বারণ করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রত্যাশা খেলোয়াড়দের মাঝে চাপ সৃষ্টি করে সেটিই সম্ভবত বোঝাতে চাইলেন তিনি।
মঙ্গলবার গুলশানে একটি অনুষ্ঠানে শান্ত বলেন, ‘প্রতি বছর বিশ্বকাপের আগে অনেক কথা হয়। এটা করবো, সেটা করবো। আমার একটা চাওয়া আপনাদের কাছে প্রত্যাশা অত বেশি করার দরকার নাই। প্রত্যাশা মনের ভেতরেই থাক সবার। আপনারাও জানেন বাংলাদেশ টিম কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি দলটাকে কত দূর নিয়ে যেতে চাই। সবাই চায় অনেক বড় কিছু করি। এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, আমার ব্যক্তিগতভাবে এটি ভালো লাগে না।’
‘ফলাফল যখন হবে অটোমেটিক বোঝা যাবে। আমি বলতে পারি যে টিমটা খেলবে তারা ১২০ ভাগ দেবে জেতার জন্য। এটা নিশ্চিত করেই বলতে পারি, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। অনেক বেশি আশা নিয়ে আমরা যাচ্ছি, প্রতি বছর অনেক, প্রত্যেকটা ম্যাচ যখন খেলি অনেক আশা নিয়েই নামি এবং আমরা যেটি পারি সেটি করারই চেষ্টা করি। প্রতি ম্যাচ জেতার জন্যই খেলবো। এবার একটু বেশি প্রত্যাশা করছি, আমার অনুরোধ এগুলো নিয়ে যেন মাতামাতি না করি।’







