শিরোপার খুব কাছে থাকা আবাহনী লিমিটেড গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে গড়েছে রানের পাহাড়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৪ বলে ১০১ রানের ইনিংস খেলেন। ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ তিন ইনিংসে বাংলাদেশ অধিনায়কের দ্বিতীয় সেঞ্চুরি।
ফতুল্লায় এনামুল হক বিজয় ৫১ বলে ৬৮, তৌহিদ হৃদয়ের ৪০ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংসে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলেছে তারকাসমৃদ্ধ দলটি।
১৭ বলে ৩৩ রানের মারকুটে ইনিংস খেলে মোসাদ্দেক হোসেন সৈকত দলের রান আরও বাড়িয়ে নেন। আবাহনী ওপেনার নাঈম শেখ ও লিটন দাস করেন ৩৩ রান।
বিকেএসপিতে অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৬১ বলে ৯৮ রারন ঝড়ো ইনিংস খেলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওপেনার জিসান আহমেদ। ৮টি করে চার-ছয়ে সাজান ইনিংস।
অধিনায়ক আকবর আলী খেলেন ৬৪ রানের ইনিংস। তারপরও সংগ্রহ খুব বড় হয়নি দলটির। ৪৬.১ ওভারে ২৬৪ রানে গুটিয়ে যায় আসরে রানার্সআপ হওয়ার খুব কাছে থাকা শাইনপুকুর।









