গত কয়েকবছরে বাংলাদেশ টি-টুয়েন্টি দলে নিয়মিত শেখ মেহেদী হাসান। দারুণ পারফরম্যান্সে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা করে নিয়েছেন অফস্পিন অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বআসরে দারুণকিছু করে দেখাতে চান। সহজাতের চেয়ে বেশিকিছু দিয়ে বড় মঞ্চে আরও ভালো পারফর্ম করতে চান। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েও বেশ আশাবাদী ২৯ বর্ষী মেহেদী।
বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। সোমবার প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন শেখ মেহেদী। বলছেন, বিশ্বকাপে উপভোগের চেয়ে চ্যালেঞ্জটাই বেশি।
‘বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার চেয়ে চ্যালেঞ্জটা বেশি ওখানে। যেহেতু টি-টুয়েন্টি ক্রিকেট, তাই এখানে পাওয়ার প্লে এবং রানের খেলা। বোলিংয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জটা বেশি থাকে বলে আমার মনে হয়। এখানে নিজেকে যত কম রানে আটকানো যায় বোলিং করে, এরমধ্যে কঠিন বিষয়টা থাকে পাওয়ার প্লের মধ্যে। ওই সময়টাতে উপভোগ করার মতো খুব বেশি সুযোগ থাকে না, তবে ভালো কিছু করতে পারলে দলেরই সাফল্য আসে।’
‘আমার ব্যক্তিগত একটি চ্যালেঞ্জ আছে, প্রথম রাউন্ড ভালোভাবে শেষ করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। স্বাভাবিকভাবে যেমন পারফরম্যান্স করি, বিশ্বকাপে তেমন পারফরম্যান্স করতে চাই না, এর চাইতেও অনেকবেশি ভালো করতে চাই।’
নিজের সঙ্গে টাইগার অধিনায়ক শান্তকে নিয়েও বেশ আশাবাদী মেহেদী। বলেছেন, ‘শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব করার আগে ‘এ’ দল আর এইচপি দলের অধীনে তার সঙ্গে খেলেছিলাম। তখনই বোঝা যাচ্ছিল শান্তর মধ্যে অধিনায়কত্বের মনোভাবটা। এখন সে জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করছে। দেখে খুবই ভালো লাগছে।’









