শিরোপা জেতার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে স্বপ্নের কথা জানিয়ে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেও সেটির পুনরাবৃত্তি করলেন টাইগার তারকা। জানালেন, নিজেদের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে পারলে ভালো করতে পারবে টিম টাইগার্স।
বুধবার করাচিতে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। বৃহস্পতিবার দুবাইতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। আসর শুরুর আগেরদিন আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত অধিনায়কদের বার্তায় শান্ত জানান লক্ষ্যের কথা। ২৬ বর্ষী টাইগার তারকার লক্ষ্য, বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেয়া।
‘এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে আসার আগে, আমরা সবাই এবার ট্রফি জিততে চেয়েছিলাম, কারণ গত কয়েকটি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। এবার আমরা ট্রফি জেতার কথা ভাবতে পারি, কারণ আমরা খুব ভালো দল পেয়েছি। আমরা জানি এটি কঠিন হতে চলেছে, তবে আমরা যদি একটি নির্দিষ্ট দিনে আমাদের পরিকল্পনাগুলো কার্যকর করতে পারি, তবে আমরা জিততে পারি।’









