শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও ব্যর্থ হয়েছেন লিটন দাস। লিটনের উইকেট হারানো চাপ হয়ে উঠতে দেননি নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ভালো শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে। ইনিংস লম্বা করতে পারেননি প্রথম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা শান্ত। ফিরেছেন ৪০ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ২ উইকেটে ৯৩ রান তুলেছে বাংলাদেশ। সৌম্য ৪১ বলে ৪১ রানে, তাওহীদ হৃদয় ৮ বলে ৭ রানে ক্রিজে আছেন।
লিটন দাস রানের খাতা না খুলেই ফিরেছেন ইনিংসের প্রথম ওভারে। তৃতীয় বলে মাধুশঙ্কার বলে স্কয়ার লেগে ওয়েল্লাগের হাতে ক্যাচ দেন টাইগার ওপেনার।
নেমে রানের খাতা খোলার আগেই জীবন পান শান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে টপএজ হন। স্লিপে থাকা পাথুম নিশাঙ্কা বল তালুবন্দি করতে ব্যর্থ হন। বল চলে যায় সীমানার বাইরে।
জীবন পেয়ে আর ফিরে তাকাননি টাইগার অধিনায়ক। সৌম্য সরকারকে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি। ১২.২ ওভারে শান্ত ধরা দেন মেন্ডিসের হাতে। মাধুশঙ্কার গুডলেন্থের বল আউটসাইট এজ হয়ে চলে যায় উইকেটরক্ষকের হাতে। ৬টি চারে ৩৯ বলে ৪০ রান করে যান টাইগার দলপতি।








