পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষেও ভালো করতে চায় বাংলাদেশ। পরিসংখ্যানের দিকে তাকালে ভারতের বিপক্ষে এখনও টেস্ট জয়ের স্বাদ নেয়া হয়নি টাইগার বাহিনীর। অন্যদিকে প্রায় ছয় মাস পর নিজেদের মাটিতে টেস্ট খেলতে নামছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটিতে জিতে টেবিলের শীর্ষের দিকে থাকতে চায় দলটি।
বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় গড়াবে লড়াই। দুদলের মুখোমুখি দেখা হয়েছিল মোট ১৩ বার। ১১টিতে জয় ভারতের, বাকি দুটি ড্র। ঘরের মাঠে গত একযুগে (২০১২ থেকে) ১৭টি টেস্ট সিরিজে অপরাজিত ভারত। তাই শান্তদের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ।
অবশ্য আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। তিন পেসার ও দুই স্পিনারকে নিয়ে একাদশ সাজাতে পারে। ওপেনিংয়ে সাদমান ইসলাম ও জাকির হাসানেই ভরসা রাখবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মিডলঅর্ডারে সাকিব-মুশফিকদের পাশাপাশি লিটন-মিরাজ তো আছেনই।
বিশ্বসেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনকে নিয়ে একাদশ সাজাবে ভারত। ব্যাট হাতে রোহিত-কোহলি আছেনই। তাদের সাথে যুক্ত হতে চলেছেন চোট থেকে ফেরা রিশভ পান্ট। পেস আক্রমণে জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ আছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ/খালেদ আহমেদ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পান্ট, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।









