২৫ আগস্ট ১৯৯৮, এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এবারের জন্মদিনে দারুণ এক উপহার পেলেন তিনি। ২৫ বর্ষী শান্ত শুক্রবার প্রথম সন্তানের বাবা হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্ত জানিয়েছেন পুত্র সন্তান হওয়ার খবর। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪ মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’
গত ১৭ আগস্ট ফেসবুকে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে সুখবরের অপেক্ষার কথা প্রথম প্রকাশ্যে আনেন শান্ত। ২০২০ সালের জুলাইয়ে সাবরিন সুলতানা রত্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টাইগারদের তারকা ব্যাটার।
লাল-সবুজের জার্সিতে শান্ত এপর্যন্ত ২৩ টেস্ট, ২৭ ওয়ানডে ও ২৫ টি-টুয়েন্টি খেলেছেন। ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তান-শ্রীলঙ্কায় হতে চলা এবারের এশিয়া কাপের বাংলাদেশ দলে তিনি নির্ভরযোগ্য সদস্য।







