পাকিস্তান সিরিজ শেষে দেশে না ফিরে ইংল্যান্ডে যান সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে একটি চারদিনের ম্যাচ খেলেন সমারসেটের বিপক্ষে। ম্যাচ শেষে ভারতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার। কাউন্টিতে খেলে আসাটা সাকিবের জন্য বড় প্রস্তুতি বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে এমনটা বলেন টাইগার অধিনায়ক।
‘সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগ দিয়েছেন। প্রস্তুতি অবশ্যই, তিনি একটা ম্যাচ খেলে এসেছেন কাউন্টিতে। অবশ্যই ভালো প্রস্তুতি। আজকে এখানে অনুশীলন করবেন।’
কাউন্টিতে বল হাতে সমারসেটের বিপক্ষে দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছেন সাকিব। প্রথম ইনিংসে ৪ শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। ব্যাটে দুই ইনিংসেই অবশ্য আলো ছড়াতে পারেননি।









