আটমাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বুধবার। অ্যাওয়ে সিরিজে আফগান ডানহাতি ব্যাটারদের বিপরীতে বাংলাদেশ স্কোয়াডে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। তবে ভিসা জটিলতায় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। প্রথম ম্যাচে অবশ্য আফগানদের বিপক্ষে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে ভালো অপশন হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। আগেরদিন সংবাদ সম্মেলনে এমন জানিয়েছেন টাইগার অধিনায়ক।
‘ওদের ডানহাতি ব্যাটার বেশির কথা বললেন। কিন্তু বাঁহাতি স্পিনার না থাকলেও রিশাদ আছে। ও যেভাবে টি-টুয়েন্টিতে ভালো বল করছে, আমার মনে ভালো একটা অপশন হবে আমাদের।’
নাসুমের পাশাপাশি নাহিদ রানাও ভিসা জটিলতায় পৌঁছাতে পারেননি। শান্ত’র আশা দুজনেই ম্যাচের আগে পৌঁছাতে পারবেন। বলেছেন, ‘আমার মনে হয় নাসুম এবং রানা চলে আসবে, এটা আমি বিশ্বাস করছি এখনও এবং ক্রিকেট বোর্ড এটা ভালোভাবেই খেয়াল রাখছে বিষয়টা। এখনও যেহেতু ম্যাচটা শুরু হতে সময়বাকী আছে, আমি আশা করছি। তবে আরেকটু আগে আসতে পারলে ভালো হতো। আসলে এটা এখন নিয়ন্ত্রণের বাইরে।’
সাউথ আফ্রিকা সিরিজের মাঝে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন বলে খবরে এসেছিলেন শান্ত। এ নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছিল। প্রোটিয়া সিরিজের কদিন আগে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করেছে বিসিবি। নতুন কোচ হয়ে দায়িত্বে এসেছেন ক্যারিবীয় ফিল সিমন্স। চলতি এলোমেলো ও বিবর্ণ পারফরম্যান্সের পরিস্থিতি চলছে বাংলাদেশের।
পাশাপাশি আফগানিস্তান সিরিজ থেকে সরে গেছেন সাকিব আল হাসান, অসুস্থতার কারণে নেই লিটন দাস এবং কাঁধের চোটে বাদ পড়েছেন তানজিম হাসান। সবকিছু দুর্ভাগ্য কিনা এমন প্রশ্ন যায় শান্ত’র কাছে। সবকিছু একপাশে ঠেলে সামর্থ্য অনুযায়ী নিজেদের কাজটা করার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
‘বিষয়টা কঠিন, আমার মনে হয় সবগুলো যদি ঠিকঠাক হতো, অবশ্য এটা টিমের জন্য ভালো হতো। যেটা আমি বললাম আসলে নিয়ন্ত্রণের বাইরে এবং খেলোয়াড় হিসেবে আমাদের আসলে এ জিনিসগুলো থেকে বেশি আমাদের যে সামর্থ্য আছে, যে উৎসগুলো আছে, সেগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি সেটা গুরুত্বপূর্ণ। আসলে বাইরের এই বিষয়গুলো যদি সামনের সিরিজ থেকে সমাধান হয় তাহলে আমাদের টিমের জন্যও আরও ভালো হবে।’









