Site icon চ্যানেল আই অনলাইন

দলের দায়িত্ব নিতে প্রস্তুত শান্ত

বিশ্বকাপের আগে ওয়ানডেতে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। বিশ্বমঞ্চে চোটের কারণে সাকিবের অনুপস্থিতিতে দুটি ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন শান্ত। ভারত যাওয়ার আগে সাকিব নিশ্চিত করে গেছেন, বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করবেন না তিনি। শান্ত সহ-অধিনায়ক হওয়ায় বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে তার। অবশ্য দায়িত্ব পেলে সেটির জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন শান্ত।

ভারতে চলমান বিশ্বকাপ আসরে শেষ হয়েছে বাংলাদেশের ব্যর্থতার যাত্রা। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৮ উইকেটে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগারদের অধিনায়কত্ব প্রসঙ্গে ওঠা প্রশ্নে দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানান তিনি।

বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই তো (অধিনায়কত্ব) করছি। এবং ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, আমি প্রস্তুত। যদি সুযোগ আসে তাহলে এটা ভালোভাবে করার জন্যই প্রস্তুত।’

এবারের বিশ্বকাপে সাকিব না থাকায় ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ছিলেন টাইগারদের অধিনায়ক। এমনকি বয়সভিত্তিক পর্যায়েও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে এই টপঅর্ডার ব্যাটারের। বিশ্বকাপে নেতৃত্ব দেয়া দুটি ম্যাচে সাফল্য মেলেনি। তবে ম্যাচ দুটি থেকে অনেক কিছু শিখেছেন শান্ত।

বলেছেন, ‘অধিনায়কত্বের ব্যাপার যেটা বললেন দুটো ম্যাচই জিততে পারিনি। কিন্তু অনেক কিছু শেখার ছিল, দুটা বড় দলের বিরুদ্ধে চাপ ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি এবং এটা ভবিষ্যতে কাজে দেবে।’

ওয়ানডের পাশাপাশি টেস্টেও নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে না সাকিবকে না পাওয়ার সম্ভাবনা বেশি। লিটন দাস সহ-অধিনায়ক হলেও ভারপ্রাপ্ত হিসেবে কাজ করতে চান না। কিউইদের বিপক্ষে অধিনায়ক হওয়ার দৌড়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছে শান্তর নাম।

Exit mobile version