Advertisements
সারা বিশ্বে ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা আইপিআরএসে মাছ চাষ বাড়ছে। এ পদ্ধতি নিয়ে চলছে নানামুখী গবেষণাও। চীনের সুজুতে সাংহাই ওশান ইউনিভার্সিটি ও সুজু জিনশিং কোম্পানি যৌথভাবে গবেষণার জন্য স্থাপন করেছে সর্বাধুনিক আইপিআরএস। তারা বলছেন, গুণগতমান বজায় রেখে অধিক মাছ উৎপাদনে আইপিআরএস হতে পারে টেকসই পদ্ধতি।








