এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়ে শ্রীলঙ্কা ৫০ রানে গুটিয়ে গেলে ভারত সেটি তাড়া করে ১০ উইকেট ও ২৬৩ বল হাতে রেখে। ৬.১ ওভারে জিতে বল অক্ষত রাখার দিক থেকে নিজেদের বড় জয়ে অষ্টমবার এশিয়া সেরার শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। ঘরের মাঠে এমন হতাশাজনক পরাজয়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
‘মাঠে খেলা দেখতে সকলেই অনেক আশা নিয়ে এসেছিলেন। সবার প্রতি কৃতজ্ঞ। একইসঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানাই। সবাইকে হতাশ করার জন্য আমরা সত্যিই দুঃখিত এবং সকলের কাছে ক্ষমা চাইছি। ক্রিকেটার হিসেবে আপনাদের সত্যিই আমরা অনেক ভালোবাসি। সঙ্গে ভারতীয় দল যে ব্র্যান্ড ক্রিকেট খেলেছে সেজন্য তাদের অভিনন্দন জানাতে চাই।’
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল মহারণে হানা দিয়েছিল বৃষ্টি। সময়মতো টস হলেও বৃষ্টির কারণে লড়াই শুরু হতে বিলম্ব হয়। খেলা গড়ালে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে রাখা শ্রীলঙ্কা মহাবিপদে পড়ে। ১৫.২ ওভারে ৫০ রানে থেমে যায় তাদের ইনিংস। জবাবে নেমে ঈশান কিষাণ ও শুভমন গিলের ওপেনিং জুটিতে জয়ে নোঙর ফেলে ভারত।
হারের পর ৩২ বর্ষী শানাকা উইকেট নিয়ে বলেছেন, ‘উইকেট দেখে মনে হয়েছিল ব্যাটাররা সুবিধা করতে পারবে। যে কারণে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। এরমধ্যে আবার আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন। কিন্তু আমরা ধারণার চেয়েও বেশি খারাপ খেলেছি। ভারত বোলিংয়ে দারুণ করেছে। তাতে ফল আমাদের পক্ষে আসেনি।’







