বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ও কদিন পর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচ দুটি সামনে রেখে কানাডা থেকে এসেছেন জাতীয় দল মিডফিল্ডার সামিত সোম। লাল-সবুজদের হয়ে নামতে কাভালরি এফসির ফাইনাল খেলে রওনা হন তিনি।
সামিত মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান। ১৩ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ের খেলা।
দুই ম্যাচ ঘিরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা, সামিতের একদিন আগে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির হামজা দেওয়ান চৌধুরী। ৯ নভেম্বর বিকেলে ঢাকায় পৌঁছান।
বুধবার জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজরা অনুশীলন করবেন। কাভালরি এফসির হয়ে মাইনাস দুই ডিগ্রি তাপমাত্রায় খেলে আসা সামিত এদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
বাংলাদেশ জার্সিতে চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হয় তার। নিজের দ্বিতীয় ম্যাচে পেয়েছেন গোল। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম গোলটি করেন।
বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলা সামিতকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে কোচ হাভিয়ের ক্যাবরেরা কতটুকু সময় খেলান সেটাও দেখার। গত ৪ জুন ভ্রমণক্লান্তির জন্য ভুটান ম্যাচে খেলেননি তিনি। নয়তো সেটিই হতে পারত বাংলাদেশ জার্সিতে তার প্রথম ম্যাচ।









