বিশ্বকাপের প্রথম চার ম্যাচে না খেলেও পরের সাত ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। প্রতিপক্ষকে প্রায় প্রতি ম্যাচে দুমড়ে-মুচড়ে দিয়েছেন এই পেসার। দুর্দান্ত খেলার পর পাকিস্তানি খেলোয়াড় হাসান রাজা ডিআরএস নিয়ে ভারতের বিপক্ষে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। অজিদের কাছে হেরে শিরোপা হারানোর পর তার জবাব দিয়েছেন শামি। বলেছেন, ‘আমাদের ভালো কিছু পাকিস্তানিদের সহ্য হয় না।’
এক সাক্ষাতকারে শামি হতাশা প্রকাশ করে বলেছেন, ‘প্রথমদিকে আমি খেলছিলাম না। যখন আমি খেললাম, পাঁচ উইকেট নিলাম, তারপর চার এবং আবার পাঁচটি নিলাম। এখন এ বিষয়টি কিছু পাকিস্তানি খেলোয়াড় সহ্য করতে না পারলে আমাদের কি করার আছে?’
‘তারা মনে করে তারাই সেরা। তারাই সেরা খেলোয়াড় যারা সঠিক সময়ে পারফর্ম করে। আমার মতে যারা কঠোর পরিশ্রম করে, পারফর্ম করে এবং দলের প্রয়োজনে দাড়ায় তারাই সেরা। এখন আপনি বিতর্ক সৃষ্টি করছেন এভাবে যে ভিন্ন রংয়ের বল ছিল। আইসিসি আলাদা বল দিয়েছে, ভিন্ন কোম্পানির বল দিয়েছে ইত্যাদি, ইত্যাদি। বন্ধু, দয়া করে নিজেরা ভালো করার চেষ্টা করুন।’
ভারতের দুর্দান্ত পারফরম্যান্স দেখে হাসান রাজা অভিযোগ করেছিলেন, ‘যেভাবে বলের আচরণ পরিবর্তন হচ্ছে আমার মনে হচ্ছে ইনিংসের মাঝপথে বল পরিবর্তন হচ্ছে। আইসিসি, আম্পায়ার প্যানেল বা বিসিসিআই যেই হোক এটার অনুসন্ধান করা উচিত। আমার মনে হয় বল পরীক্ষা-নিরীক্ষাও প্রয়োজন।’
ডিআরএসে ভারতকে সুবিধা দেয়া হচ্ছে এমন অভিযোগও করেছিলেন এ পাকিস্তানি।







