স্বপ্নের মত সময় কাটছে শামার জোসেফের। ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে আলো কেঁড়েছিলেন। এরপর আসতে থাকে একের পর সুখবর। ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে আসা, পিএসএলে দল পাওয়া। এবার আইপিএলেও দল পেয়েছেন এই পেসার।
তিন কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কনুইয়ের চোটে আইপিএল খেলা হবে না ইংল্যান্ড পেসার মার্ক উডের। তার জায়গায় প্রথমবার আইপিএল খেলবেন ২৪ বর্ষী এই পেসার। উডকে ৭.৫০ কোটি রুপিতে দলে নিয়েছিল লক্ষ্ণৌ। গত মৌসুমে চার ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছিলেন এই ইংলিশ পেসার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকটা স্বপ্নের মত হয়েছে শামার জোসেফের। টেস্টে নিজের প্রথম বলেই পেয়েছেন উইকেট, ফেরান স্টিভ স্মিথকে। অ্যাডিলেডে অভিষেকে ৯৪ রান খরচায় ৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১ নম্বরে নেমে করেছেন ৩৬ রান। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও ১৫ রান করেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উইকেট নেন একটি। দ্বিতীয় ইনিংসে রচনা করেছেন মহাকাব্য। আঙুলের চোট নিয়ে দ্বিতীয় ইনিংসে টানা ১১.৫ ওভার বল করে ৭ উইকেট শিকার করে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজে ১৩ উইকেট ও ৫৭ রান করে সিরিজসেরাও হয়েছেন এই পেসার।







