অভিষেকটা স্বপ্নের মত হয়েছে শামার জোসেফের। টেস্টে নিজের প্রথম বলেই পেয়েছেন উইকেট, তাও আবার ফিরিয়েছেন স্টিভ স্মিথকে। অ্যাডিলেডে অভিষেক ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। আর সিরিজের দ্বিতীয় টেস্টে তো রচনা করেছেন মহাকাব্য। অবিশ্বাস্য পারফরম্যান্সে ক্যারিয়ারের প্রথম মাসেই আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন এই পেসার।
সোমবার জানুয়ারি সেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। শামার জোসেফের পাশাপাশি সেখানে স্থান পেয়েছেন ইংল্যান্ডের অলি পোপ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।
অ্যাডিলেডে অভিষেকে ৯৪ রান খরচায় ৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১ নম্বরে নেমে করেছেন ৩৬ রান। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও ১৫ রান করেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উইকেট নেন একটি। দ্বিতীয় ইনিংসে রচনা করেছেন মহাকাব্য। আঙুলের চোট নিয়ে দ্বিতীয় ইনিংসে টানা ১১.৫ ওভার বল করে ৭ উইকেট শিকার করে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজে ১৩ উইকেট ও ৫৭ রান করে সিরিজসেরাও হয়েছেন এই পেসার।
মাসসেরায় শামার জোসেফের প্রতিদ্বন্দ্বী অলি পোপ এক টেস্টের পারফরম্যান্স দিয়েই জায়গা পেয়ে গেছেন সেরা তিনে। হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেছিলেন এই ইংলিশ ব্যাটার। পোপের ইনিংসে ভর করেই ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিতে পারে। পরে টম হার্টলির তোপে ভারতকে ২০২ রানে অলআউট করে ২৮ রানে জয় পায় ইংল্যান্ড।

মনোনয়ন পাওয়া হ্যাজেলউড জানুয়ারি মাসে টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে ভূমিকা রেখেছেন অনন্য। অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেন ৯ উইকেট। ব্রিসবেন টেস্টেও ৫ উইকেট পেয়েছেন অভিজ্ঞ এই বোলার।







