গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিশ্বখ্যাত পপ তারকাশিল্পী শাকিরা। যার জেরে বাতিল করা হয়েছে তার পেরুর কনসার্ট। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর অবশ্য নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন কলম্বিয়ান এই শিল্পী।
শাকিরা জানান, আকস্মিক গ্যাস্ট্রিক সমস্যার কারণে পেটে ব্যথা উঠে তার। ধীরে ধীরে সেই ব্যথা তীব্র আকার ধারণ করে। পরে বাধ্য হয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
আকস্মিক এই অসুস্থতার কারণে তাকে পেরুর বহু প্রতীক্ষিত কনসার্ট বাতিল করতে হয়েছে। ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে তিনি এ খবর জানান এবং দুঃখ প্রকাশ করেন।
বর্তমানে ওয়ার্ল্ড ট্যুরে থাকা শাকিরা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,“আমি দুঃখিত যে আপনাদের জানাতে হচ্ছে, গত রাতে আমি তীব্র পেট ব্যথার কারণে জরুরি বিভাগে যেতে বাধ্য হয়েছিলাম এবং এখন হাসপাতালে আছি।”
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পেরুর ন্যাশনাল স্টেডিয়ামে তার পারফরম্যান্স সম্ভব ছিল না। শাকিরা বলেন, “আজ মঞ্চে উঠতে না পারায় আমি খুবই দুঃখিত। আমি পেরুর ভক্তদের জন্য পারফর্ম করার অপেক্ষায় ছিলাম।”
যদিও কনসার্ট বাতিল হওয়ায় তিনি হতাশ, তবে দ্রুত সুস্থ হয়ে দ্বিতীয় লিমা শোতে ফিরতে আশাবাদী। তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন,“আমার দল এবং কনসার্ট আয়োজকরা ইতোমধ্যে একটি নতুন তারিখ নির্ধারণের কাজ করছে, যা শিগগিরই আপনাদের জানানো হবে।” –দ্য স্টেটসম্যান









