ইউটিউবে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিয়নের বেশি দেখা হয়েছে শাকিরার ‘আউট অফ ইউর লিগ’। এই প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান এখন এটি।
প্রাক্তন স্বামী এবং স্পেনের সাবেক ফুটবলার জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে গানটি গেয়েছেন শাকিরা। গানটিতে সরাসরি পিকের নাম উল্লেখ না থাকলেও গানের কথায় পিকের প্রতি নিজের ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করেছেন গায়িকা। তুলে ধরেছেন পিকের প্রতারণার প্রসঙ্গ।
১১ বছর একসঙ্গে থাকার পর গত বছরের জুনে বিচ্ছেদ করেন স্পেন ও বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকে এবং পপ তারকা শাকিরা। মুলত পিকের প্রতারনার কারণেই সংসার ভেঙেছেন শাকিরা,
প্রাক্তন সঙ্গী পিকের সংসারে দুটি সন্তান রয়েছে শাকিরার। দুই ছেলে মিলান এবং সাশা। সন্তানেরা এই মুহূর্তে মায়ের সাথেই রয়েছে।

সূত্র: বিবিসি








