ঝড়ো ইনিংস খেলে জয়ের দ্বারপ্রান্তে নিয়েও ম্যাচ জেতাতে পারেননি কাইরেন পোলার্ড। ৬ বলে ১৪ রানের সমীকরণ মেলাতে পারেনি তার দল, শামার স্প্রিঙ্গারের বোলিংয়ের সামনে। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে দারুণ এক জয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে টসে জিতে অ্যান্টিগাকে আগে ব্যাটিংয়ে পাঠান ত্রিনবাগো অধিনায়ক লিকোলাস পুরান। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৭ রানের পুঁজি গড়ে সাকিবদের অ্যান্টিগা। জবাবে ৬ উইকেট ১৫৯ রান পর্যন্ত যেতে পারে পুরানের দল। ৮ রানে জিতে ইমাদ ওয়াসিমের অ্যান্টিগা।
এদিনও ব্যাটে বলে জ্বলে উঠতে পারেননি সাকিব। এক চারে ১৩ বলে করেন ৭ রান। ১৩তম ওভারের চতুর্থ বলে দলীয় ৭৭ রানে উসমান তারেকের বলে সুনীল নারিনের তালুতে বল দেন টাইগার কিংবদন্তি। বলের সময় এক ওভার করেছেন সাকিব। ২ রানে তুলে নেন ১ উইকেট।
অ্যান্টিগার হয়ে সর্বোচ্চ রান করেন ফ্যাবিয়ান এলেন। ৩টি করে চার-ছক্কায় সাজানো ইনিংসে ২০ বলে ৪৫ রানে থামেন তিনি। নাইট রাইডার্সের গোছানো বোলিংয়ের সামনে অ্যান্টিগার কোন ব্যাটার বড় পুঁজি তুলতে পারেননি।
১৬৮ রানের লক্ষ্যে নেমে ত্রিনবাগো ভালো করতে থাকলেও পরে ওবেদ ম্যাককোইয়ের বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেনি। ম্যাকোই ৪ ওভারে নেন ৪ উইকেট। সাকিবের পাশাপাশি একটি উইকেট নেন রাকিম কর্নওয়েল। রাইডার্সদের হয়ে ৮ ছার ও এক ছক্কায় ১৮ বলে ৪৪ রান করেন কলিন মুনরো। ৩ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন পোলার্ড।
জিতে ৪ ম্যাচে ২ জয়, এক হার এবং এক বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে ৫ পয়েন্ট তুলে টেবিলে শীর্ষে আছে সাকিবদের অ্যান্টিগা। শনিবার একই মাঠে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে নামবে ইমাদ-সাকিবদের দল।









