রংপুর রাইডার্সের ২ উইকেট পড়ার পর ক্যামেরার লেন্স খুঁজে পেল সাকিব আল হাসানকে। হেলমেট পরে ডাগআউটে ব্যাট হাতে বসে আছেন। তাতে আশা জাগছিল হয়ত ব্যাটিংয়ে নামতে চলেছেন সাকিব। কিন্তু আরেকদফা নিরাশ হতে হল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসা দর্শকদের।
অনেকেই প্রিয় তারকার ‘ব্যাটিং মিস’ করা নিয়ে নানা কথা লিখে নিয়ে এসেছিলেন গ্যালারিতে। রংপুর ৫ উইকেট হারিয়ে ২০ ওভার শেষ করলেও নামা হয়নি সাকিবের। যদিও তার দল ১৬৫ রানের লড়াকু পুঁজি পেয়েছে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
আগের ম্যাচে ৮ উইকেট পড়লেও সাকিবের নামা হয়নি। চোখের সমস্যার কারণে শুধু বোলার হিসেবে বিপিএল খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সবশেষ ম্যাচে ২০ ওভারে রংপুরের স্কোর দাঁড়ায় ১৮৩ রান। বড় স্কোর গড়লেও তাদের হারাতে হয়েছে ৮ উইকেট। ডেথ ওভারে ৮ রানের মধ্যে ৩ উইকেট গেছে রংপুরের, তবুও সাকিব ব্যাট হাতে নামেননি।
তার আগে খুলনা টাইগার্সের বিপক্ষে সাকিব আটে নেমেছিলেন। করেছিলেন ২ রান। ব্যাটিং থেকে নিজেকে গুটিয়ে রাখার কারণটা অনুমেয়— চোখের সমস্যা।
স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। প্রিয় ক্রিকেটার সাকিবের ব্যাটিং দেখতে হয়ত দর্শকদের আরও অপেক্ষা করতে হবে। আপাতত বোলিং দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভক্তদের।
বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে নানা জায়গায় ব্যাটিং করেছেন সাকিব। বাদ যায়নি ওপেনিং পজিশনও। তিন-চার-পাঁচ এমনকি সাত, সব জায়গাতেই স্বচ্ছন্দ ছিলেন টাইগার অধিনায়ক।







