ইন্টারন্যাশনাল লিগ টি-টুয়েন্টি নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। নিলামে শেষ মুহুর্তে দল পেয়েছেন বাংলাদেশ কিংবদন্তি সাকিব। ২০২৩ সালে আইএলটি-২০ শুরু হলেও নিলাম হল এবছর প্রথম। অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
নিলামে এমআই এমিরেটস সাকিবকে ৪০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির মালিক ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান রিলায়েন্সের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানী। আইপিএলে যাদের দল মুম্বাই ইন্ডিয়ান্স।
টাইগার পেসার তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। খরচ করেছে ৮০ হাজার ডলার। নিলামে প্রথমধাপে দল পাননি সাকিব ও তাসকিন। অবিক্রীত খেলোয়াড়দের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে পরবর্তী নিলামে দল পান দুজনই।
নিলামের সবচেয়ে বেশি ভিত্তিমূল্যের রবীচন্দ্রন অশ্বিন পাননি দল। তাকে নিতে আগ্রহ দেখায়নি ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই। অশ্বিনের মতো মোহাম্মদ আমির, জেসন রয়, টেম্বা বাভুমা, জেমস অ্যান্ডারসন, মোহাম্মদ নেওয়াজও দল পাননি।
সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন আন্দ্রে ফ্লেচার। ২ লাখ ৬০ হাজার ডলার খরচে উইন্ডিজ তারকাকে দলে নিয়েছে সাকিবের দল এমআই এমেরিটেস। ২ লাখ ৫০ হাজার ডলারে স্কট কারিকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস।









