নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হালকা চোটে ভুগেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পুনেতে ভারত ম্যাচের আগে তাকে পাওয়া নিয়ে নানা শঙ্কার কথা আলোচনায়। সব শঙ্কা উড়িয়ে ‘সেরে উঠছেন সাকিব’ -জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
পুনেতে মঙ্গলবার অনুশীলনের সময় সাকিবকে নিবীড় পর্যবেক্ষণে রাখবেন উল্লেখ করে বাংলাদেশ দলের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘সেরে উঠছেন সাকিব। তিনি ব্যথা মুক্ত। পুরো বাস্তবতা জানতে পারব আগামীকাল তার অনুশীলনের পর।’
‘তিনি উইকেটে দৌড়াচ্ছেন। ভারতের বিপক্ষে খেলতে পারবেন বলে আমরা আশাবাদী। সাঁতার কেটেছেন, জিমেও সময় কাটিয়েছেন। আগামীকাল তার একটি স্ক্যান হবে, তারপর পুরো চিত্র আমরা দেখতে পারব।’
সাকিব খেলতে চান উল্লেখ করে সুজন জানিয়েছেন, ‘সাধারণত এই চোটগুলোতে বেশ ব্যথা হয়। এমনকি হাঁটাও বেশ কষ্টকর এসময়। সাকিব বেশ ভালো আছেন। এটা আমাদের আশা জোগাচ্ছে।’
‘সাকিব খেলতে চান, সুতরাং অবস্থা যদি এমন হয় যে ৮৫-৯০ সুস্থ, যেমন চোট পাওয়া খেলায় ছিল, তাতেও আমরা আশাবাদী। কিন্তু এটা তার শতভাগ সুস্থতার উপর নির্ভর করছে।’ যোগ করেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর।







