কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে বল হাতে দারুণ করেছিলেন সাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে নেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে ব্যর্থ টাইগার অলরাউন্ডার। প্রথম ইনিংসে ১২ রান করলেও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফিরেছেন টাইগার অলরাউন্ডার। ব্যাটারদের ব্যর্থতায় সমারসেটের কাছে ১১১ রানে হেরেছে সাকিবের দলও।
চারদিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে সমারসেট। প্রথম ইনিংসে ৩১৭ রানে থামে তারা। জবাবে তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে ৩২১ রান তুলে থামে সারে। ৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে গুটিয়ে যায় সমারসেট। ২২১ রানের লক্ষ্যে নেমে ১০৯ রানে থামে সারে।
পাঁচে নামা সাকিব ৫ বল মোকাবেলা করেন। অর্খি ভোগানের বলে লুইস জর্জির হাতে ক্যাঁচ দিয়ে ফিরে যান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান আসে ডম সিবলির ব্যাট থেকে। এছাড়া ২০ রান করেন বেন ফোকস।
সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩.৫ ওভার বল করেন সাকিব। ৭ মেডেনসহ ২.৮৬ ইকোনমি রেটে ৯৭ রান খরচায় নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ঝলক দেখান সাকিব। ২৯.৩ ওভার বল করে ১ মেডেনসহ ৩.২৫ ইকোনমি রেটে ৯৬ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।
সমারসেটের জয়ে অনন্য অবদান রেখেছেন অর্খি ভোগান ও জ্যাক লিচ। ভোগান প্রথম ইনিংসে ৬ শিকারের পর দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। লিচও দারুণ করেছেন। প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট।









